Print

Rupantor Protidin

এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী কে এই শাহিন!

প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২৪ , ৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: মে ২৪, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন ছিলেন নিহত এমপির বন্ধু। যুক্তরাষ্ট্র প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার শাহিন কোটচাঁদপুর পৌর মেয়রের ছোট ভাই এবং কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাদুজ্জামান কাটুর ছেলে। ছাত্র জীবন থেকে তিনি অধিক মেধাবী হওয়া সত্তেও ছিলেন মাদকের সাথে জড়িত।

বিত্তবান পরিবারে বেড়ে উঠা ৫৫ বছর বয়সী শাহিন নিজ এলাকায় কলেজ জীবন শেষ করে মেরিন একাডেমীতে ভর্তি হন। পরে জাহাজের ক্যাপ্টেন হয়ে ১৯৯০ সালে পাড়ি জমান আমেরিকায়। পরবর্তিতে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। সেই সুযোগে তিনি এলাকায় শুরু করেন মাদক, স্বর্ণ চোরাচালা হুন্ডি সহ নানান অপকর্ম। গড়ে তুলেন নিজস্ব সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী। লোক চক্ষুর আড়ালে থেকেই তিনি তার বাহিনী দিয়ে এসব অপকর্ম চালাতেন।

এমনকি গত পৌর নির্বাচনে ক্ষমতা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি এবং বিরোধী পক্ষকে হামলা-মামলা দেন। পৌর এলাকায় প্রভাব খাটিয়ে ভাই সহিদুজ্জামান সেলিমকে বানিয়েছেন মেয়র। দেশে বিভিন্ন সময় নানা অপকর্ম করে পাড়ি জমাতেন আমেরিকায়। কলকাতায় বসে এমপি আনার হত্যার পরিকল্পনা করে আবারো পাড়ি জমিয়েছেন আমেরিকায়।

এতদিনে ভয়ে কেউ মুখ খুলতে না পারলেও বিষয়টি জানাজানি হওয়ার পর কোটচাঁদপুর এলাকার নির্যাতনের শিকার মানুষেরা মুখ খুলতে শুরু করেছে। তারা এমপি আনার হত্যার বিচার ও এলাকায় শাহিনের সন্ত্রাসী কর্মকান্ড এবং নির্যাতনের সঠিক বিচার দাবী করেন। গোয়েন্দা তথ্য বলছে, ব্যবসায়ী দ্বন্দের জেরে ভাড়াটিয়া খুনির মাধ্যমে এমপি আনারকে নির্মম ভাবে হত্যা করা হয়। এরপরেই প্রকাশ্যে আসতে শুরু করে শাহিনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, হত্যা, স্বর্ণ চোরাচালান ও হয়রানি সহ নানা অপকর্মে দীর্ঘদিন ধরে কোটচাঁদপুর এলাকা সহ পুরা ঝিনাইদহ জেলায় প্রভাব বিস্তারের খবর। কোটচাঁদপুরে গড়ে তুলেছেন আলিসান রিসোর্ট। যেখানে মাদক, নারীসহ চলে নানান অপকর্ম। শাহিনের হাতে নির্যাতনের শিকার স্থানীয়রা এসব অভিযোগ করেন।

এব্যাপারে শাহিনের ভাই পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম জানান, আমার সাথে বিগত তিন বছরে তার কোন যোগাযোগ নেই। ভালো-মন্দ এতটুকুই। তিনি বলেন, তার ভাই হত্যাকান্ড বা অন্য কোন অপরাধে জড়িত না।