Print

Rupantor Protidin

নেদারল্যান্ডস দলে দুই পরিবর্তন

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ১:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে এই স্কোয়াডটি আগামী ২৫ মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। এবার সেই নিয়ম মেনেই দুইটি পরিবর্তন এনেছে দলটি।

ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। তাদের বদলি হিসেবে সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইনকে দলে ডাকা হয়েছে।

ক্লাসেনের পিঠের পুরাতন চোট ফিরে এসেছে। আর ডোরাম হাত ভেঙে ফেলায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার।

লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখনও পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন ১টি টি-টোয়েন্টি।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলবে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকাকে।

আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।