Print

Rupantor Protidin

ডাম্পার ট্রাকের ধাক্কায় প্রান গেল মোটর সাইকেল চালকের

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ১২:০১ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের  ধাক্কায় আব্দুল করিম নামে একজন নিহত হয়েছে।বৃহস্পতিবার  সকালে উপজেলার গোডাউন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতের আব্দুল করিম হায়বাতপুর গ্রামের বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  সকাল ৯টার দিকে বাড়ি থেকে আব্দুল করিম মোটরসাইকেল যোগে শ্যামনগর সদরের দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে গোডাউন মোড় এলাকায় আসলে তার মোটরসাইকেলের  সাথে ডাম্পার ট্রাকের সাথে ধাক্কা লাগে।এতে ছিটকে পড়ে  ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়  ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান,ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলাপার পালিয়েছে।