Print

Rupantor Protidin

নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙলেন শেরপা

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পর্বতারোহীদের স্বপ্ন থাকে এই পর্বতের চূড়া স্পর্শ করার। কেউ যদি একবার এভারেস্টের চূড়ায় নিজের পদচিহ্ন রেখে যেতে পারেন, ধন্য ধন্য রব উঠে যায়। আর যদি কেউ একবার-দুবার নয়, ৩০ বারের মতো এভারেস্টের শীর্ষে ওঠেন!

বুধবার নিজের স্বপ্ন সত্যি করে ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

এভারেস্ট জয়ের এটা (৩০ বার) নতুন রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তারই। এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। এ যেন নিজের সঙ্গে নিজেরই মোকাবিলা!

এভারেস্ট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এটি ছিল ১০ দিনের মাথায় ‘এভারেস্ট ম্যান’-এর দ্বিতীয় আরোহণ। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে যেখানে সাধারণ পর্বতারোহীদের সময় লাগে বেশ কয়েক দিন, সেখানে এত কম সময়ে কোনো পর্বতারোহীদের একাধিকবার এভারেস্ট আরোহণের এমন ঘটনা বিরলই বলা যায়।

 

গত বছর ভিয়েতনামের একটি পর্বতারোহী দলের পথ প্রদর্শক হিসেবে কামি রিতা শেরপা ৮,৮৪৯ মিটার উঁচু এভারেস্ট শীর্ষ স্পর্শ করেন বলে নেপালের শেরপা সংগঠনের তরফে জানানো হয়। ২০২২ সালের মে মাসে ২৬ তম বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভেঙে ছিলেন কামি রিতা শেরপা।

প্রথাগত দক্ষিণ-পূর্ব গিরিশিরা অর্থাৎ সাউথ কল রুট ধরে কামি রিতা শেরপার নেতৃত্বে ওই দলটি শিখর জয় করে। প্রসঙ্গত, ১৯৫৩ সালে এই পথ ধরেই প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি।