Print

Rupantor Protidin

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে

আজিজুর রহমান ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৪ , ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

দ্বিতীয় ধাপে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের ৭বার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষনা করেন সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এ উপজেলা পরিষদ নির্বাচনে আজিজুর রহমান ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল মাহমুদ তুফান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ সোহেল সরদার (তৌহিদুল) টিউবওয়েল প্রতীকে ৪৭ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজী ফুটবল প্রতীকে ৫৩ হাজার ৮৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৯০ হাজার ৬২৯ জন ভোটার। বাতিল হয়েছে ১ হাজার ৮০৪ ভোট। ভোট পড়েছে শতকরা ৩৭ দশমিক ৪৯ শতাংশ।