Print

Rupantor Protidin

মৎস ঘের থেকে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ।

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামের রাজআলী গংদের রেকর্ডীয় জমির ৯০৩ শতক জমির মৎস ঘের থেকে আনুমানিক ৫০ লক্ষ টাকার মাছ লুটের অভিযোগ তুলেছেন রাজআলী গং।

ঘটনাটি ২১ মে মঙ্গলবার সকালে রোহিতা ইউনিয়নের ১২ নং কোদলাপড়া মৌজার আর এস ৪৫০ নং খতিয়ানের ২ দাগের ৩৪১ শতক আর এস ৪৪২ নং খতিয়ানের দুই দাগে ৩৪৮ শতক ও আর এস ৬৪৪ নং খতিয়ানে দুই দাগে ২৪১ শতকের মোট ৯০৩ শতক জমি সবটুকু জলাশয় যা খাল নামে পরিচিত। জমির সবটুকু জলাশয় রাজআলী গংদের ভোগদখলে রয়েছে ৮০ বছরের অধিক সময়। উল্লেখ্য উপরোক্ত জমিতে মণিরামপুর সিনিয়র সহকারী জজ আদালতে রাজআলী গং মামলা দায়ের করলে বাদীর পক্ষে আদালত রায় প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে আজ সকালে সঙ্গবদ্ধ হয়ে রাজআলী গংদের মৎস্য ঘের দখল সহ মাছ লুট করেছে বলে নিশ্চিত করেন ভুক্তভোগীরা।

এবিষয়ে ভুক্তভোগী রাজআলী ও জমির অন্য মালিকদের সাথে সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায়, একই গ্রামের মৃত্যু গহর বিশ্বাসের ছেলে কাদের বিশ্বাস, ফারুক হোসেন,খলিল,সোহরাব, আলম, আবু তাহের সহ অজ্ঞাত কিছু চক্রান্তকারী জমিদস্যূ দখলদার বিভিন্ন সময় রাজআলী গংদের মৎস ঘের দখল সহ মাছ লুট করার হুমকি দিয়ে আসছিলো। সেই সুত্রধরে মঙ্গলবার সকালে উপরোক্ত কতিপয় জমি দখলদারদের নেতৃত্বে সকাল থেকে তিন চার ঘন্টা যাবত তাদের মৎস ঘের থেকে আনুমানিক ৫০ লক্ষ টাকার মাছ লুট করে এবং ঘের পাহারা দেওয়ার জন্য তৈরী ঘর ভেঙে নিয়ে চলে যায়। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন রাজআলী সহ ভুক্তভোগীরা।