Print

Rupantor Protidin

“স্থানীয় সরকার প্রতিষ্ঠানের

তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তাবায়নে” মহেশপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস-

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

“স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তাবায়নে” মহেশপুর পৌরসভায় তামাকমুক্ত দিবস-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টরের সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর বাস্তবায়নে মহেশপুর পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম,পৌরসভার কমিশনার হাসেম আলী পাঠান,জাহাঙ্গীর আলম,আতিয়ার রহমান আতি, রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)এর নির্বাহী প্রধান আব্দুর রহমান,মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু।

আরো উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা,সাবেক প্রকৌশলী মিজানুর রহমান,কমিশনার আলী হাফিজ,মহিলা কমিশনার ইসারণ,শারমিন সুলতানা,তাসলিমা খাতুন। মহেশপুর প্রেসক্লাবে সাবেক সহ- সভাপতি আবুল কাসেম,সাংবাদিক আলমগীর হোসেন,হোসাইন আহম্মেদ। আরডিসির অফিস সহকারী মোঃ ওসমান গণি। অনুষ্ঠানটি পরিচালনা করেন,পৌরসভার অফিস সহকারী শষ্ঠি চরণ রায়। সভাপত্বির বক্তব্য মেয়র আব্দুর রশিদ খান বলেন, ওয়াট পর্যায় মনিটরিং কমিটি গঠন করা হবে এবং আগার্মী বাজেটে একটি বরাদ্দ রেখে ধুমপান নিয়ন্ত্রতনে কাজ করা হবে।

অনুষ্ঠানে পৌরসভার ২ জন কর্মী আজ থেকে ধুম ত্যাগ করেন।