Print

Rupantor Protidin

শৈলকুপায় ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৪ , ১:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যান কে আটক করেছে পুলিশ। আটকৃত ইউপি চেয়ারম্যানের নাম সিকান্দার হোসেন মোল্লা। তিনি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম মার্কার প্রতীক শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলে বলে ভোটার ওই স্থানীয়দের অভিযোগ।