নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এজেন্টদের মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁ উপজেলায় কেন্দ্র ঘেরাও করে প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
এই দুই উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের রূপপঞ্জ উপজেলায় মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বেলা ৪টা পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রগুলোর বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।