Print

Rupantor Protidin

রামপালে কৃতি শিক্ষার্থীদের ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ | আপডেট: মে ২০, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত সভাপতি শেখ নাসিম হাসান (রুবেল) কে সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার (১৯ মে) সকাল ১১ টায় ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজন বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শেখ নাসিম হাসান (রুবেল) জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনেক বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ে লেখাপড়ার মান আরো ভালো করার জন্য তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি আরো বলেন যে, সকলে সহযোগিতা করলে স্বল্প সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানটি একটি মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)শেখ নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, শিক্ষক বিষ্ণুপদ বাকচী, অমল কৃষ্ণ মন্ডল, শিশির কুমার বিশ্বাসসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।