Print

Rupantor Protidin

সাতক্ষীরায় বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৪ , ৮:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

বন্ধুদের সাথে মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে মাসুম বিল্লাহ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে রবিবার বিকালে সাতক্ষীরা জেলার সদর উপজেলার নারায়ণপুর এলাকায়্ এঘটনাঘটে।

নিহত মাসুম বিল্লাহ একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীর জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হওয়ার আগে এলাকার বন্ধুদের সাথে ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে যায়।ওই সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু মাসুম।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।