পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামিসহ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। আটক উভয় আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের সিরাজ মল্লিকের ছেলে মোঃ রবিউল মল্লিক (৩০) কে সিআর মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করে। অপরদিকে উপজেলার সোনাতনকাটি গ্রামের মোঃ ইমান গাজীর ছেলে মোঃ মমিনুর গাজী(৪৪)কে সিআর মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয় এবং গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের আনছার সানার ছেলে মোঃ জাহানআলী সানা কে সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৫ জন ও নিয়মিত মামলার আরো ২ আসামিকে আটক করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক উভয় আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।