Print

Rupantor Protidin

জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ: ইসি আহসান হাবিব

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র কেউ পেশী শক্তি ব্যবহার করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তিনি বলেন, ‘ভোট কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পেশী শক্তির ব্যবহার এবং কালো টাকা ছড়ানো হয় তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিবে।’

শনিবার (১৮ মে) বেলা ১১টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, যদি ভোট কেন্দ্রে কেউ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে বা স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটায় তাহলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ডেকে পরিস্থিতি স্বাভাবিক করে ভোট কার্যক্রম শুরু করা হবে। আর যদি এর থেকেও শক্তিশালী ঘটনা ঘটে- যেমন ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যান, ভেগে যান কিন্তু কোনো প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে।