Print

Rupantor Protidin

নড়াইলে সহিংসতামূলক বক্তব্য দিয়ে

পলাতক ইউপি সদস্য মোস্তফা কামাল

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৪ , ৪:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আজিজুর রহমান ভূইয়ার বিপক্ষে যারা এজেন্ট হবে এবং ভোট দিতে আসবে তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন মোঃ মোস্তফা কামাল নামে এক ইউপি সদস্য। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা বাজারে সহিংসতামূলক এই বক্তব্য দেন তিনি।

পরে সন্ধ্যার দিকে তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মোস্তফা কামাল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য। ভাইরাল ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি ভ্যানের উপর দাঁড়িয়ে আছেন ইউপি সদস্য মোস্তফা কামাল। তার পাশে দাঁড়িয়ে আছেন ওই ইউনিয়নের আরেক ইউপি সদস্য জাহিদুর রহমান। এসময় মাইক হাতে নিয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্য ইউপি সদস্য মোস্তফা কামাল বলছেন, “কিছু দালাল, কিছু রাজাকার চিহ্নিত হয়েছে।

যারা টাকার বিনিময়ে ইউনিয়নের বাইরে গিয়ে ভোট করছেন। আমরা তাদের শক্তভাবে জবাব দেব। ২১ তারিখে ভোটকেন্দ্রে এসে কিভাবে ভোট দেয় আজিজ ভূইয়ার বিপক্ষে আমরা সেটা দেখব”। তিনি আরও বলেন, “আমার কেন্দ্র শিবানন্দপুর। আমার কেন্দ্রে দেখতে চাই সেই বীরপুরুষকে, যে এজেন্ট হবে। আপনারা যে যে কেন্দ্র আছেন। আমি সবার উদ্দেশ্য বলতে চাই, আপনারা স্ব স্ব কেন্দ্রে চিহ্নিত করবেন যে কে এজেন্ট হয়। আজিজ ভূইয়ার বিপক্ষে কে এজেন্ট হয় আমরা সেটা দেখেত চাই। এ ব্যাপারে জানতে ইউপি সদস্য মোস্তফা কামালকে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে প্রকাশ্যে এমন বক্তব্য নিয়ে উদ্বিগ্ন সদর উপজেলা নির্বাচনে আজিজুর রহমান ভূইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। তিনি বলেন, শত শত লোকের মধ্যে প্রকাশ্যে যেভাবে হুমকি দিচ্ছে তাতে আমরা শঙ্কায় আছি যে নির্বাচন করতে পারব কি পারব না। আমরা সংকটময় মুহুর্ত পার করছি। এ ব্যাপারে নড়াইল সদর উপজেলা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতী শীল বলেন, সহিংসতামূলক বক্তব্যের ওই ভিডিওটি আমরা পাওয়ার সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়েছিল। কিন্তু ওনি পলাতক রয়েছেন।

তবে ইউপি সদস্যকে পাওয়া মাত্রই পুলিশকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া আছে এবং ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।