Print

Rupantor Protidin

ইবি মুজিব মুর‍্যালে এ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন করছেন এ্যটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শনিবার (১৮ মে) বেলা সোয়া ১১ টায় প্রধান ফটক সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. কে এম মাসুদ রুমী ও এ্যাড. বি এম আব্দুর রওফেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম শাজু, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।

উল্লেখ্য, আজ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির গুণীজন সংবর্ধনা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আসেন তাঁরা। পরে এ্যাটর্নি জেনারেলকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়।