Print

Rupantor Protidin

ধোলাইখালে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর ধোলাইখালের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তাদের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

জানা গেছে, ৪ তলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আগুনের সূত্রপাত। বাণিজ্যিক ভবনে ব্যাংক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আগুন যেন অন্য তলায় ছড়িয়ে না পড়ে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এর আগে সকাল সকাল ১০টার দিকে কাওরানবাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটসহ স্থানীদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।