Print

Rupantor Protidin

ভাল থাকার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন এমপি নাবিল

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৩ , ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। দারিদ্র বিমোচন হয়েছে, সাধারণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। দেশবাসী সুখে-শান্তিতে বসবাস করছেন। কারো মনে হাহাকার নেই। কৃষকের সার, বিদ্যুতের জন্য কারো কাছে ধন্যা দিতে হয় না। বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী, বিধবা, স্বামী পরিতাক্তা, মুক্তিযোদ্ধাদের কোন চিন্তা নেই। মাস শেষ হলেই নিয়মিত ভাতা পাচ্ছেন। সামাজিক বেষ্টনী শক্তিশালী করার জন্য ১৩০ রকমের ভাতার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। তাই ভাল থাকার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই। সেইজন্য আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) যশোর শহরের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও যুবমহিলালীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় কাজী নাবিল আহমেদ বলেন, যশোরে গ্রামীণ রাস্তাও সব পাকাকরণ হচ্ছে। ২০০ বেশি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবন হয়েছে। পদ্মাসেতু হওয়ায় প্রান্তিক মানুষের আয় বেড়েছে। শিক্ষা, চাকরি, ব্যবসা সর্বক্ষেত্রে প্রসারতা বৃদ্ধি পেয়েছে। বিএনপির আমলে কোন উন্নয়ন ছিল না। অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের যাতাকলে দেশবাসী পিষ্ট ছিল। বিএনপির কথা মনে হলে এখনো সবাই শরীরের লোম শিউরে উঠে। বিএনপি ক্ষমতায় এলে নতুন করো আবারো দুঃশাসন শুরু হবে। দেশ ও জাতিকে নিরাপদ রাখতে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করার বিকল্প নেই।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, যুবমহিলালীগের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার রাজু আহমেদ, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, রাজিবুল আলম, জেলা শ্রমিকলীগের শ্রম সম্পাদক সেলিম রেজা পান্নু ও যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা।