Print

Rupantor Protidin

নড়াইলে ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৪ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় চবিবশ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

পিকুল ওরফে টুটুল মোল্যা (৫০) নামের এই আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পিকুল মোল্যা লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে ।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে পোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই কেএম তৌফিক আহমেদ টিপু ও এএসআই মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার চবিবশ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্যা (৫০)নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)কাঞ্চন কুমার রায় বৃহস্পতিবার দুপুরে বলেন,ডাকাতি মামলার চবিবশ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল মোল্যা কে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।