প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৪ , ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, আমরা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। এছাড়া, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে জানানো হবে।
জেলা প্রশাসক বলেন, “অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে দুই বার আগুন লাগার ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”