Print

Rupantor Protidin

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)

সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: মে ১৫, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মে) বেলা ১২ টার সময় সাতক্ষীরা শহরের কোরাইশি ফুড পার্ক মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা বাজুসের সভাপতি গৌরচন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ রিপনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক, কেন্দ্রীয় কমিটির কার্যকারি সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।

সাতক্ষীরা জেলা বাজুসের সাধারণ সম্পাদক মনোরঞ্জম কর্মকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিন্তানন্দা আমিন,সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি অমীয় কুমার দে, সাধারণ সম্পাদক রবিন দে, কলারোয়ার উপজেলার সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ রায়, শ্যামনগরের যুগ্ম সম্পাদক হাসান তালুকদার, দেবহাটা উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি আব্দুল হান্নান, তালার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবদাস কর্মকার, জেলা কমিটির সদস্য কামরুজ্জামান বুলু, মীর জামাল হোসেন, নিন্তন জয় অধ্য প্রমুখ। সভায় বক্তারা জুয়েলারি খাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সাতক্ষীরা জেলা বাজুসের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ রিপনুল হাসান বলেন, সারাদেশে হয়রানিমুক্ত ব্যবসা নিশ্চিত ও স্বর্ণ ব্যবসায়ীদের মর্যাদার বৃদ্ধির জন্য বাজুস কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের সকলকে একই ছাতার নিচে আসতে হবে। সংগঠনকে মজবুত করতে হবে। মফঃস্বলের একজন দোকানদার আর ঢাকা শহরের একজন দোকানদার, সবার মর্যাদাই সংগঠনের কাছে এক। এজন্য অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না। বাজুসের মেম্বারশিপ গ্রহণ করে নীতিমালা অনুযায়ী ব্যবসা করতে হবে। বাজুসের কেন্দ্র কমিটির সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি খাত তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, নিরাপদ ব্যবসা নিশ্চিত ও পুরাতন স্বর্ণ কেনাবেচার জন্য কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নিদের্শনা অনুযায়ী বাজুসের একটি গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এই গাইডলাইন মেনে স্বর্ণ কেনাবেচা করতে হবে। তাহলে কোনো ব্যবসায়ীকেই আর পুলিশি হয়রানির মুখোমুখি হতে হবে না।
এসময় তিনি সাতক্ষীরা জেলা বাজুসের নির্বাচন প্রসঙ্গে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিদের্শ দিয়েছেন আমাদের অভিভাবক সায়েম সোবহান আনভীর। বাণিজ্য মন্ত্রণালয়ের রুলস অনুযায়ী যাদের কাগজপত্র হালনাগাদ আছে, তারা সংগঠনের মেম্বার হবে, ভোটার হবে। ভোটার হালনাগাদ করে পুনোরতফশীলের মাধ্যমে তাদের সকলকে নিয়েই ভোট হবে। এক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব কেন্দ্রীয় সভাপতি মেনে নেবেন না।