Print

Rupantor Protidin

কক্সবাজারে ‘আরসার আস্তানায়’ র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ২

প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২৪ , ১:২৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৫, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র আস্তানায় অভিযান চালিয়ে দুইজনকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

বুধবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত থেকে র‌্যাব-১৫ এর একাধিক টিম ঐ পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে আরসা সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র‌্যাককে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আরসার সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার দুই সন্ত্রাসীকে আটক করে র‍্যাব। তাদের আস্তানা থেকে বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। র‌্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।