পাইকগাছায় এনজিও সংস্থা ইনভারোনমেন্ট এন্ড পপুলেশন রিচার্জ সেন্টার ইপিআরসি’র উদ্যোগে আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে ইপিআরসি’র পাইকগাছা এরিয়া ম্যানেজার মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউনিসেফ প্রতিনিধি নাহিদ মাহমুদ, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম,লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজান আলী শেখ, সমবায় কর্মকর্তা হুমায়ন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য পিজুস কান্তি মন্ডল, রফিকুল ইসলাম নাছিমা বেগম, সকিনা বিবি, লতা বিশ্বাস, বিনতা রানী বিশ্বাস, অরুনা ঢালী, নবলোক প্রতিনিধি মাগফুরা খাতুন, ইউপি সচিব জাবেদ ইকবাল, ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ইনভারোনমেন্ট এন্ড পপুলেশন রিচার্জ সেন্টার ইপিআরসি চলতি বছরের শুরু থেকে উপজেলার কপিলমুনি, লতা, লস্কর, সোলাদানা ইউনিয়নে নিরবপদ খাবার পানি ও স্যানিটেশন নিয়ে কমিউনিটি পর্যায়ে কাজ করে যাচ্ছে।