Print

Rupantor Protidin

কামারপাড়া কাঁচা বাজার সার্ভিস রোডের ফুটপাত দখলমুক্ত

প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ | আপডেট: মে ১৪, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তরা বিভাগের আওতাধীন ট্রাফিক উত্তরা পশ্চিম জোনস্থ কামারপাড়া কাঁচাবাজার এর সামনে সার্ভিস রোডের ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন প্রকার যানবাহন যেমন ট্রাক ,পিকআপ, সিএনজি ও মালামাল বহনকারী ভ্যান পার্কিং করে রাখার ফলে জনসাধারণের চলাচলের রাস্তাসহ ড্রাইভওয়ে দিয়ে সুষ্ঠু যান চলাচল ব্যহত হচ্ছিল।

আজ ১৪/০৫/২০২৪ খ্রি. সময় সকাল ১০.০০ ঘটিকায় জনাব নাবিদ কামাল শৈবাল পিপিএম-সেবা উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা), ডিএমপি, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, জনাব মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা), ডিএমপি, ঢাকার প্রত্যক্ষ নেতৃত্বে মোঃফেরদাউস হোসেন সহকারীপুলিশ কমিশনার ট্রাফিক উত্তরা পশ্চিম সহ অত্র জোনের টিআই/সার্জেন্ট ও কনস্টবলদের সহযোগীতায় একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত ও ড্রাইভওয়ে দখলকারী যানবাহন অপসারণ করে জনসাধারণ ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।