Print

Rupantor Protidin

পাবিপ্রবিতে ‘তরুণ নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ক’ কর্মশালা

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৪ , ৯:১৪ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের সংগঠন ‘সেইভ ইয়্যুথ বাংলাদেশে’র উদ্যোগে এবং সমাজকর্ম বিভাগের সহযোগিতায় দুইদিনব্যাপী ‘তরুণ নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ক’ কর্মশালার আয়োজন করা হয়েছে।

 সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এসময় উপাচার্য এই ধরনের কর্মশালা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য ভালো কাজ করার আহ্বান জানান উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেইভ ইয়্যুথ বাংলাদেশের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আইনুল ইসলাম, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, প্রক্টর ড. কামাল হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয় সহ সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম দিনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণ, সমাজে ও রাষ্ট্রে শান্তি বিনির্মাণে, সহিংসতা রোধের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় সমাজে সতেচনা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ের বক্তব্য উপস্থাপন করা হয়।

দুইদিন ব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামীকাল শিক্ষার্থীদের মধ্যে দক্ষ নেতৃত্ব তৈরীর প্রশিক্ষণের পর সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হবে।