Print

Rupantor Protidin

সুপারের ঐকান্তিক প্রচেষ্টায়;

আশাশুনি আল মাদানী দাখিল মাদ্রাসার শতভাগ সাফল্য অর্জন

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৪ , ৮:১৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আশাশুনির ঐতিহ্যবাহী গোদাড়া আল মাদানী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর দাখিল পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ০৫ জন জিপিএ ৫ (এ+), ১১ জন এ (এ) ও ৬ জন (এ-) সহ শতভাগ পাশ করে আশাশুনি উপজেলার শীর্ষ স্থানে রয়েছে।

মাদ্রাসার এ ভালো ফলাফলে শিক্ষাথী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবুল ফারাহ্ মোঃ শফিউল আলমের আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা ভূমিকা রেখেছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবুল ফারাহ্ মোঃ শফিউল আলম জানান, মাদ্রাসার গর্ভনিং বডি, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর প্রচেষ্টায় এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জিত সম্ভব হয়েছে।