Print

Rupantor Protidin

খুলনার পাইকগাছায়

এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ আটক- ১০

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও পরোয়ানাভুক্ত ৯ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোবারক সরদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম সরদার (৪২) ১ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকলকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ পরোয়ানাভুক্ত আরো ৯ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।