Print

Rupantor Protidin

এবার ইসরাইলে সরকার পতনের ডাক

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৪ , ২:১৫ অপরাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৪, ২:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

স্বাধীনতাগামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেলআবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরাইলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এক ইসরাইলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এ স্বাধীনতাগামী সংগঠনটি জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন তারা বলেন, ইসরাইলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল, সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে।

জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না।

তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না। তিনি ইসরাইলকে সাফল্যও পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে।