চৌগাছায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একই সাথে তিনদিন ব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতার ফসল হিসেবে ১৯৭৩ সালে বাংলােশর কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলােেশর প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নিযুক্ত করেন, যা ছিলো সামগ্রিক আর্থিক ব্যাবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুস আলী বলেন, বর্তমানে বাংলােেশর কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহকে একটি আধুনিক, ডিজিটাল, মানব কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলােেশর কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নুরুল ইসলামের নির্শেনায় নানাবিধ গুরুত্বপূর্ণ উপযোগি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পেনশন সেবাসহ সরকারি সকল আর্থিক সেবায় দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে সেবা প্রদানে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। পেনশনারদের শতভাগ ইএফটির আওতায় আনা হয়েছে। হেল্প ডেক্সে ফোন কলের মাধ্যমে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যা তাৎক্ষণিক সমাধানের ব্যাবস্থা করা হয়েছে।