Print

Rupantor Protidin

রায়পু‌রে উপজেলা পরিষদ নির্বাচনে

আনারস মার্কার সমর্থ‌নে নির্বাচনী জনসভা ও গনমিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৪ , ১০:০৮ পূর্বাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ

Sheikh Kiron

আসন্ন আগামী ২১শে মে ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদের আনারস মার্কার সমর্থ‌নে নির্বাচনী জনসভা ও গণমিছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রায়পুর পৌর বাসস্ট্যান্ড মা‌ঠে বহু সংখ্যক নেতা কর্মীর উপ‌স্থি‌তি‌তে জনসভা‌টি অনু‌ষ্ঠিত হয়। উক্ত জনসভাটি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ  ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন এর  সঞ্চালনার মধ্য দিয়েই শুরু হয় ।

সভা শে‌ষে আনারস মার্কার সমর্থ‌নে গন মি‌ছিল অনু‌ষ্ঠিত হয় , মি‌ছিল‌টি রায়পুর বাস স্ট্যান্ড থে‌কে শুরু রায়পুর থানা প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে গি‌য়ে শেষ হয়।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসে‌বে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি
আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান ,
এডভোকেট মিজানুর রহমান মুন্সি, কাজী নাজমুল কাদের গুলজার, এবং উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু সহ বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্ধ ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে নেতারা বলেন  রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মামুনুর রশিদকে আনারস মার্কায় বিজয় করবো বলে আমরা একতা পোষণ করেছি । আমরা সর্বদা আনারস মার্কা‌কে বিজয়ী করার ল‌ক্ষে সর্বদা কার্যক্রম চা‌লি‌য়ে যা‌বো ।