প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
- নিয়মিত সাবান দিয়ে গোসল করান।
- গরমে শিশুর খাবার নির্বাচনে সচেতন হতে হবে। শিশুকে পুষ্টিকর এবং শরীরকে ঠান্ডা রাখে এমন খাবার দিতে হবে।
- অন্যান্য খাবারের সঙ্গে গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস খাওয়ান।
- গরমে শিশুর দুর্বলতা কাটাতে মাঝে মাঝে খাওয়ার স্যালাইন খেতে দিন।
- সুতি পাতলা কাপড়ের নরম পোশাক পরান।আরও পড়ুন: শিশুদের মনেও উঁকি মারে অবসাদ
- বাইরের গরমে শিশুকে কম বের করুন।
- ধুলাবালি থেকে দূরে রাখুন।
- গরমের সময় শিশুর চুল ছোট রাখুন। কেননা বড় চুল শুকাতে সময় লাগে, আর ঘামও বেশি হয়।
- শিশুর যেন পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও লক্ষ রাখতে হবে।
- ঘরে ফ্যান বা এসির তাপমাত্রা শিশু যতটায় স্বস্তিবোধ করে অতটুকুই রাখুন।
- শিশু ঘেমে গেলে ঘাম মুছে দিতে হবে। শরীরে ঘাম শুকিয়ে গেলে শিশুর জ্বর হতে পারে। অনেক সময় এমন জ্বর অল্পদিনে এমনিতেই সেরে যায়। কিন্তু বেশি দিন হয়ে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।