Print

Rupantor Protidin

চৌগাছা শাখার ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাচনে সভাপতি- সালাম, সম্পাদক- রিন্টু

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চৌগাছা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভাপতি ও জিয়াউর রহমান রিন্টু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে ৭জন সদস্যের নাম ঘোষনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন, একাত্তরের ঘাতক নির্মূল কমিটি যশোর জেলার আহবায়ক হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক সাজেদ রহমান বকুল ও যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও দফতর সম্পাদক মেজবাহ উদ্দীন ইটু।

এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপস্থিত ছিলেন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসান রেজা, এম এ করিম, ফিরোজ হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।