Print

Rupantor Protidin

শিবগঞ্জে স্বামীসহ দুই স্ত্রীর গ্যাস ট্যাবলেট সেবন দ্বিতীয় স্ত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৪ , ৪:২২ অপরাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৪, ৪:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

বগুড়ার শিবগঞ্জে স্বামীসহ দুই স্ত্রী একসঙ্গে গ্যাস ট্যাবলেট সেবন ও ছোট বউয়ের মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে উপজেলার আটমুল পূর্বপাড়া গ্রামে। নিহত ছোট বউ নাজমা আক্তার (৩৬) ওই গ্রামের হাসান আলীর ২য় স্ত্রী। এ ঘটনায় ১ম স্ত্রীসহ স্বামী শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, আটমূল পূর্বপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাসান আলী। রাজমিস্ত্রীর কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। সে প্রথম স্ত্রী ছাবিনা ইয়াছমিন থাকা স্বত্বেও নাজমা আক্তার কে ২য় বিয়ে করেন।

 

বিয়ের পর থেকেই তাদের সংসারে অভাব অনটন লেগে থাকাই ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর একপর্যায়ে গত বুধবার গভীর রাতে স্বামীসহ দুই স্ত্রী এক সাথে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্ম হত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী ও তার স্বামীকে উদ্ধার করে রাতেই বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এদিকে ছোট বউ নাজমা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত নাজমা আক্তার এর পিতা আব্দুল বাছেদ বলেন, আমার মেয়েকে তার স্বামী ও প্রথম স্ত্রী মিলে আমার মেয়েকে গলায় শ্বাসরোধ করে হত্যা করে তারা গ্যাস ট্যাবলেট সেবন করার নাটোক সাজিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে ওই ওয়ার্ডের খোরশেদ আলম কাজল বলেন, হাসান ও তার প্রথম স্ত্রী ছাবিনা ইয়াছমিন বর্তমানে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। তবে আমি শুনেছি দুইসহ হাসান গ্যাস ট্যাবলেট সেবন করেছে।

এ বিষয়ে থানার এস.আই আইনুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট সেবনে নাজমার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।