Print

Rupantor Protidin

নৃত্য গান আবৃত্তিতে কবিগুরুর জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৪ , ১১:০০ পূর্বাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ

Sheikh Kiron

নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিন দিনব্যাপী আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রদীপ প্রজ্জ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের আয়োজন। এরপর সদ্যপ্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদকে স্মরণ করা হয় যন্ত্রসংগীতের করুণ সুর পরিবেশনার মাধ্যমে।

‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

ম্মেলক নাচ-গানের আশ্রয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনেকগুলো কণ্ঠ মিলে যায় এক সুরে। সকলে মিলে গেয়ে শোনায়Ñ  প্রথম যুগের উদয়দিগঙ্গনে/প্রথম দিনের ঊষা নেমে এল যবে …। সেই সুরকে সঙ্গী করে পরিবেশিত হয় সমবেত নৃত্য। এরপর ইফ্্ফাত বিনতে নাজির গেয়ে শোনান ‘তুমি একলা ঘরে ব’সে ব’সে’। পরিবেশিত হয় রবীন্দ্রনাথের বাউলপর্যায়ের গান নিয়ে সৃষ্ট গীতি আলেখ্য ‘তারেই খুঁজে বেড়াই’। একক আবৃত্তি পরিবেশন করেন জহিরুল হক খান, স্বাতী বিশ্বাস ও অসীম দত্ত। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় উৎসব।
কলিম শরাফীর জন্মশতবর্ষে উদীচীর  আনন্দ আয়োজন ॥ বুধবার উদ্যাপিত হলো বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফীর  জন্মশতবার্ষিকী। নাচ- গান  আবৃত্তি ও স্মৃতিচারণের মাধ্যমে কিংবদন্তি এই শিল্পী ও সংগীত গুরুকে স্মরণ করে  উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর এই সাবেক সভাপতির শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে কলিম শরাফীকে নিবেদিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইকবাল ইউসুফ, মাহমুনা ঐশী ও মায়েশা সুলতানা ঊর্বি। দু’টি সম্মেলক সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।