Print

Rupantor Protidin

সাতক্ষীরার কালীগঞ্জে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আনসার সদস্য আটক

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার উপজেলার মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। আটক আনসার সদস্য ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে।
জানা যায়, আনসার সদস্য তৈয়েবুর রহমান কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি সকলের নজরে আসলে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহীন বলেন, তাকে প্রত্যাহার করে থানায় আটক রাখা হয়েছে। নির্বাচন শেষ  ইউএনও এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।