Print

Rupantor Protidin

চৌগাছায় চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম.হাবিবের আনারস প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন।

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ১:৩৯ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী ২১ মে চৌগাছায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। দিন দিন প্রার্থীদের ব্যাস্ততা বৃদ্ধি পাচ্ছে। ভোটার দ্বারে দ্বারে প্রার্থীদের আনাগোনা পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকালে  উপজেলার ০৪ নং ধুলিয়ানী ইউনিয়নের  ধূলিয়ানী বাজারে আনারস প্রতীকের  নির্বাচনী অফিস উদ্বোধন করেন চৌগাছা  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা  এস. এম. হাবিবুর রহমান।
এই সময় আনারস প্রতীক বিপুল ভোটে  বিজয়ের লক্ষ্যে বক্তব্য রাখেন ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক  ফারুক হোসেন, সাবেক সভাপতি  প্রবীণ আওয়ামী লীগ নেতা দোলু, আওয়ামীলীগ নেতা,  আব্দুস সবুর,  শাহিনুর রহমান খাঁ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ  ইব্রাহীম হোসেন,  ছাত্রলীগের  যুগ্ন আহবায়ক মোঃ আকরামুল ইসলাম।এসময়  উপস্থিত ছিলেন আওয়ামী লীগ  গোলাম মোস্তফা, ফারুক হোসেন, মোহাম্মদ রোকন, বুলবুল আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দর রশিদ, মোস্তাফিজুর রহমান নয়ন, আমিরুল প্রমূখ।