Print

Rupantor Protidin

বিশ্ববিদ্যালয় ও হল খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় মিথ্যা তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও আবাসিক হলসমূহের শিক্ষার্থীরা।
আজ বুধবার (৮ই মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অর্ধশতাধিক শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শেখ হাসিনা হলে আবাসিক শিক্ষার্থী লাবিবা বলেন, আমি আজ বাসায় গেলাম মা-বাবা বলল বের হয়ে যাও! তখন কেমন লাগবে আমার? বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান এমন হয়েছে। উপাচার্য বলেছেন হলের শিক্ষার্থীদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, আমাদের কাছে নাকি অস্ত্র আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই বক্তব্য দিতে পারেন না। আমরা চাই উনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন। আজ বা কাল হলগুলো যদি সিল গালা করে দেয় তাহলে আমরা কোথায় যাবো? আমরা তো অনিরাপদ। যত দিন প্রশাসন আমাদের দাবি না মানবে ততদিন আমরা কর্মসূচি চালিয়ে যাবো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক সেলিম বলেন, আমরা মাত্রই ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে এসেছি। হলটা আমাদের বাসার মত। তবে কেউ যদি হল নিয়ে কটুক্তি করে আমরা সহ্য করবো না। হল বন্ধ করে শিক্ষার্থীদের বাসে করে বিভাগে পাঠানোর কোনো যোক্তিকতা নেই। আশা করবো প্রশাসন দ্রুত বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিবেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধ ঘোষণা করা হয়।