Print

Rupantor Protidin

৮ টা থেকে উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হলেও ভোটার নেই

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ১০:১৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে দুটি উপজেলায় (ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ) প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পযন্ত। উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ৩ লাখ ৯০ হাজার ৯৩৪ জন ভোটার এবং কালীগঞ্জ উপজেলার ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার ব্যলোটের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। তবে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হলেও ৮.৪০ মিনিট পযন্ত ভোট কেন্দ্রে কোন ভোটার দেখা যায় নি।

ঝিনাইদহের দুইটি উপজেলায় সরকার সমর্থক ছাড়া বিরোধী শিবিরের কোন প্রার্থী নেই। ফলে নির্বাচন হয়ে উঠছে নিরুত্তাপহীন। কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিরোধী শিবিরের কোন প্রার্থী না থাকায় ঝিনাইদহ সদরের মতো ভোটাররদের মাঝেও কোন উৎসাহের আমেজ নেই। ভোটারদের অভিযোগ অংশগ্রহন মুলক ও শক্ত প্রতিদ্বন্দি না থাকলে নির্বাচন জমে ওঠেনি।

জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৫টি। যেখান মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৩৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৫২৫ ও তৃতীয় লীঙ্গের ভোটার রয়েছ ৩জন। এদিকে উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২০ হাজার ৫৫৩ এবং তৃতীয় লীঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে টেলিফোন প্রতীকে এস.এম আনিচুর রহমান খোকা, দোয়াত-কলম প্রতীকে জে.এম রশীদুল আলম, মোটর-সাইকেল প্রতীকে মোঃ গোলাম ছরওয়ার খান, হেলিকপ্টার প্রতীকে নূর-এ আলম ও আনারস প্রতীকে মোঃ মিজানুর রহমান ( মাসুম)।

এছাড়া, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭জন লড়ছেন। এদের মধ্যে তালা প্রতীকে মোঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস, উড়োজাহাজ প্রতীকে এনামুল হক, বই প্রতীকের মোঃ আলমগীর হুসেন , টিয়া পাখি প্রতীকে মোঃ জাহিদ হাসান, টিঊবয়েল প্রতীকে মোঃ বাবু জোয়াদ্দার , মাইক প্রতীক মোঃ রতন মিয়া ও চশমা প্রতীকে মোঃ সোহাগ হোসেন সাগর প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া, মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৪জন লড়ছেন। যেখানে হাঁস প্রতীকে আরতী দত্ত, কলস প্রতীকে পাপীয়া‌ সমাদ্দার , প্রজাপতি প্রতীকে বর্ষা হিজড়া ও ফুটবল প্রতীকে মাহফুজা তাহের প্রতিদ্বন্দ্বীতা করছেন।

কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, টেলিফোন প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, হেলিকপ্টার প্রতীকে কাস্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমশের ও কিপ- পিরিচ প্রতীকে জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ।

এছাড়া , পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন তিন জন। তাদের মধ্যে চশমা প্রতীকের আনিচুর রহমান, উড়োজাহাজ প্রতীকের মোঃ আশিকুজ্জামান ও টিউবওয়েল প্রতীকের সুনজয় বিশ্বাস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুই জন। ফুটবল প্রতীকে তন্নী রাণী বিশ্বাস ও হাঁস প্রতীকে শাহনাজ পারভীন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আরো জানা যায়, ভোটের আইন-শৃংখলা পরিবেশ সুষ্ঠ রাখতে দুই উপজেলাতে ম্যাজিস্টেট রয়েছে ৩৩ জন, র‍‍্যাবের ৪টিম, ৭ প্লাটন বিজিবি, পুলিশের ৩৪ টি মোবাইল টিম, ৫টি স্টাইকিং ফোঁস এবং ৫ হাজার আনসার সদহ্য নিয়োজিত রয়েছে।

ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোছাঃ ফিরোজা সুলতানা বলেন, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এখনো পযন্ত কোন ভোট পোল হয়নি। এই কেন্দ্রে ৩ হাজার ২ শত ১৩ জন ভোটার রয়েছে। নারী ভোটার ১ হাজার ৭ শত ২৩ জন, পুরুষ ১ হাজার ৯০ জন। এখন পযন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।