Print

Rupantor Protidin

রায়পুর বামনী‌তে প্রধানমন্ত্রীর স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৪ , ৯:২২ পূর্বাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৪, ৯:২২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বামনী ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সং‌গঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ ই এ‌প্রিল মঙ্গলবার বি‌কেল ০৪ :০০ ঘ‌টিকায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলাধীন ৭নং বামনী ইউনিয়ন বাংলা বাজারে উক্ত সভার আ‌য়োজন করা হ‌য়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন , লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য  এডভোকেট মিজানুর রহমান , সাংগঠনিক  সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু , রায়পুর পৌর আওয়মীলী‌গের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটন , এ ছাড়া আরো উপ‌স্থিত ছি‌লেন রায়পুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মারুফ বিন জাকারিয়া এবং ৭নং বামনী ইউনিয়নের চেয়ারম্যান,তাফাজ্জল হোসেন মুন্সী সহ বি‌ভিন্ন পর্যা‌য়ের বহু নেতা কর্মীবৃন্ধ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন , ৭নং বামনী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ এর আহবায়ক আবুল হাসানাত সুমন পাটোয়ারী।
এবং সঞ্চালনায় ‌ছি‌লেন ,৭ নং বামনী ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক শামসুল হুদা হাওলাদার ।