Print

Rupantor Protidin

জাবিতে প্রথমবারের মতো গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘নেভিগেটিং কমপ্লেক্সিটি: ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভস অন সোশ্যাল চ্যালেঞ্জেস’ শীর্ষক প্রথম গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কনফারেন্স উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, কনফারেন্সে নয়টি প্লেনারি সেশনে ৭০টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘প্রথমবারের মতো গ্রাজুয়েট রিসার্চ কনফারেন্স আয়োজন প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। এমন কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং এগিয়ে নিতে সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভালো করছে। বিশ্বের সেরা দুই শতাংশ গবেষকদের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গবেষক রয়েছেন, যা আমাদের জন্য গৌরবের। টাইমস হায়ার এডুকেশন কতৃর্ক শিক্ষা ও গবেষণার ওপর এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।’

কনফারেন্সের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘সামাজিক সঙ্কট মোকাবেলায় বিভিন্ন বিভাগ একসাথে ইন্টারডিসিপ্লিনারি বিষয়গুলোর ওপর যৌথ গবেষণা পরিচালনা করা যায়, এটাই এই কনফারেন্সের প্রয়াস। এর মাধ্যমে শিক্ষকদের সাথে আরো বেশি যৌথ গবেষণার সুযোগ পাবে শিক্ষার্থীরা।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া কনফারেন্স উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদে দু’দিন ব্যাপী বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।