Print

Rupantor Protidin

যশোরে আইইবি এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৪ , ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

গতকাল মঙ্গলবার যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সকাল ৯ টায় পতাকা উত্তোলন বেলুন উড়ানো ও রালির মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম শেষ হয় এরপর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইইবি যশোর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রকৌশলী শাব্বির আহমেদ চৌধুরী।

তিনি বক্তব্য বলেন ইঞ্জিনিয়ারদের সকল অসুবিধা দূর করে সঠিক মর্যাদাই জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারদের সুস্থতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকান ডিপ্লোম্যাটিক স্পোচোস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবেদা আহাম্মদ চৌধুরী , অজোপাডিকো যশোরের চিফ প্রকৌশলী আবু হাসান উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আহাম্মদ শরীফ সজিব, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এস এম নুরুল ইসলাম, সম্পাদক প্রকৌশলী এ এস এম মুজাহিদুল হক , সন্মানি সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া , প্রকৌশলী শরিফুল ইসলাম, এস এম হেলাল উদ্দিন, কামরুজ্জামান, ফারজানা রহমান ,আব্দুল্লাহ আল রশিদ, অমূল্য কুমার সরকার, ইসহাক আলী , এনামুল হক, শান্ত মজুমদার , নাসির উদ্দিন, জি এম মাহমুদ প্রধান, কামাল হোসেন ,ও প্রকৌশলী এস এম শরীফ হাসান প্রমুখ।