Print

Rupantor Protidin

উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন বিপুল পরিমাণ টাকা নিয়ে আটক, থানা ঘেরাও

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৪ , ১০:২৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে নিয়মবহির্ভূতভাবে টাকা বিতরণকালে প্রায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।

সোমবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, আগামী ৮ মে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য বিপুল পরিমাণ টাকাসহ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে তাদের র‌্যাবের পাবনা অফিসে নেওয়া হয়েছে।