Print

Rupantor Protidin

সাতক্ষীরার কালিগঞ্জের রঘুনাথপুরে মাকে মেরে রক্তাক্ত করেছে ছেলে, থানায় অভিযোগ করলেন মা

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দিনে দিনে বেড়ে চলেছে সামাজিক অবক্ষয়, মানবিকতা শূন্যের কোঠায়, নামতে নামতে আজ আমরা কতটা নিচে নেমে গেছি,যে নিজের মাকে মেরে রক্তাক্ত করে পা ভেঙে দেয় ছেলে এই আফসোস রাখার কোন জায়গা নেই দুঃখিনী মায়ের, যে মা ১০মাস ১০দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট সহ্য করে ও ত্যাগ স্বীকার করে সন্তানের জন্মদেন, আর সেই সন্তান যদি মাকে মেরে রক্তাক্ত করে পা ভেঙে দেয়,তখন সেই মা এই আফসোস রাখবে কোথায়,আর কার কাছে যেয়ে বিচার দেবো? অশ্রুসিক্ত নয়নে বুকফাটা কষ্ট নিয়ে কান্না জড়িত কন্ঠে বলছিলেন মা।

ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মহসিন উদ্দিন এর স্ত্রী আছিয়া খাতুন এর সাথে, কালিগঞ্জ থানার অভিযোগ ও ভিকটিম আছিয়া খাতুন এর বরাত দিয়ে জানা গেছে, তার ছেলে মনিরুল ইসলাম একজন মাদক সেবী ও উশৃংখল প্রকৃতির, সঙ্গ দোষে আজ আমার ছেলেটা বিপথে চলে গেছে, দিনে দিনে বাড়ছে তার অপরাধের মাত্রা, প্রায় সময় নেশাগ্রস্থ অবস্থায় সে বাইরে থেকে বাড়ি ফিরে এসে উৎশৃংখল আচরণ করে ও জান মালের ক্ষয়ক্ষতি করে, অনেক চেষ্টা করেও তাকে পথে আনা যায়নি, ইতিমধ্য অনেকবার গ্রাম্যশালিস হলেও সে ঠিক হয়নি বরং আমার উপরে প্রতিনিয়ত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, একটা মা কি চাই তার সন্তানকে কষ্ট দিতে, কিন্তু আমি আর পারছি না, প্রতিনিয়তো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মারপিট করে খুন যখোম করার হুমকি দেয়, যেহেতু সে মাদকাসক্ত, যার কারণে যেকোনো সময় সে যে কোন কিছু করতে পারে, এজন্য আমি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কাছে আমার নিরাপত্তা স্বরূপ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।