Print

Rupantor Protidin

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ পাবিপ্রবি ছাত্রলীগের

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৪ , ৫:১৮ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি  জানিয়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ।

আজ (সোমবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু হয়ে একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের সাথে তারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘দখলদার ইসরায়েল পবিত্র ভূমি ফিলিস্তিন দখল করার জন্য গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সারা বিশ্বের শিক্ষার্থীরা জেগে উঠেছে, তারা এর প্রতিবাদ করছে। আমরাও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনি মানুষ যেভাবে সংগ্রাম করে যাচ্ছে আমরা আশা করি অচিরেই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচয় লাভ করবে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন, সাবেক প্রক্টর ড. আওয়াল কবির জয়, সহকারী প্রক্টর ড. মাসুদ রানা, ইয়াহিয়া বেপারি আকাশ, ড. লোকমান খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।