Print

Rupantor Protidin

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরায় সমাবেশ

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৪ , ৫:০৪ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে পতাকা উত্তোলন, ছাত্রসমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে  কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের ন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করে।

 সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির বলেন, ফিলিস্তিনি মা-বোন ও বিশেষ করে শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক নির্যাতন বন্ধ করতে হবে এবং অতিসত্ত্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতা দিতে হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ নাহিদ বলেন, বিশ্বের সকল রাষ্ট্রকে মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে দাঁড়ানো উচিত এবং ইসরায়েল রাষ্ট্র যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, আন্তর্জাতিক আদালতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন, আলিফুল ইসলাম দিপ, প্রিন্স সাহা ও সামিয়ান ইমু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান মাহিন ও সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহদী শাওন, রুকাইয়া খানম ও মিনহাজুর রহমানসহ অনান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।