বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে রোববার সকালে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে ২ জন আহত হন।
আহত সবাই কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানার পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে, স্থানীয় সূত্রগুলো জানায়- আহতরা সীমান্তের ওপারে চোরাচালানের মাল আনা নেওয়া, গরু পাচার করতে গিয়েই স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।