আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সদর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল তালা সদরে মাঝিয়ারা বাজার চত্বরে ঘোড়া প্রতিকের কর্মী সভায় নাগরিক ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব,এ্যাড.কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ^াস,ইউপি সদস্য নজরুল ইসলাম, ঘের ব্যবসায়ী বোরহান উদ্দীন খাঁ,আনছার আলী সরদার,জিয়া নিকারী,হায়দার সরদার ,ইউনুচ আলী সরদার প্রমুখ বক্তব্য রাখেন। কয়েক শতাধিক জনতার কর্মী সভায় আগামী ২১ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস-দখলবাজমুক্ত,ন্যায় বিচার,সুশাসন,উন্নয়ন,রাতের আধার গায়েবী মামলা থেকে মুক্তি পেতে ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।