Print

Rupantor Protidin

কুবিতে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৪ , ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনের অগণতান্ত্রিক সিদ্ধান্তকে বাতিল করে বিশ্ববিদ্যালয় খোলা এবং ক্লাস-পরিক্ষা চালু করতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল করা, অবিলম্বে ক্লাস-পরিক্ষা চালু করা, পরিবহন ব্যবস্থা চালু করা, শিক্ষকদের ক্লাস বর্জনের সিদ্ধান্ত বাতিল ও ৭২ঘন্টার মধ্যে ইউজিসি/সিন্ডিকেট সভার মাধ্যমে সঙ্কট নিরসন করার ৫ দফা দাবি উথাপন করেন।

প্রশাসনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গনিত বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিলো। আমরা শিক্ষার্থীরা তা মানতে পারছি না। উপাচার্য ও শিক্ষক সমিতির বিরোধে আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিরোধের কারনে আমরা পূনরায় সেশনজটে পড়তে যাচ্ছি। মূলতঃ তাদের এই সঙ্কটগুলোর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা হচ্ছে। আপনারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রæত সমস্যা সমাধান করুন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা কানন বলেন, উপাচার্য ও শিক্ষকদের বিরোধে শক্তি প্রয়োগের ন্যাক্করজনক ঘটনা ঘটেছে। আমরা যেমন শিক্ষকদের ন্যায্য দাবিকে সাদুবাদ জানাই তেমনি তাদের ক্লাস বর্জনের প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। এছাড়াও সকল আন্ত:কোন্দল দ্রæত সমাধান করে শিক্ষার্থীবান্দব সিদ্ধান্ত ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহŸান জানাই। না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।