Print

Rupantor Protidin

চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৪ , ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ

Sheikh Kiron

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও অন্তত ১৫ জেলে। এরমধ্যে এসআই মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ মে) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে লক্ষীপুরের বহরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ সময় পুলিশ ২৬ রাউন্ড গুলি করে। এদিকে সেলিম খানের সমর্থকদের আক্রমণে ৬ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।