Print

Rupantor Protidin

পাইকগাছায় সপ্তদীপার সাহিত্য আসর অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

 পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি  মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি রাবেয়া আক্তার মলি, কবি ফারজানা আক্তার ময়না, অর্থী সরকার, তৃষা বিশ্বাস, লিনজা আক্তার মিথিলা, মিতু সেন, গৌতম ভদ্র, শহিনুর রহমান,পূষ্পিতা শীল জ্যতি, লাবিবা তাবাজুম লুবনা প্রমুখ।