Print

Rupantor Protidin

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যা বললেন মুস্তাফিজ

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৪ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

আইপিএলে এবারের আসরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৬ থেকে আইপিএল ক্যারিয়ার শুরু করে সেবার সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে অম্ল-মধুর সময় কাটিয়েছিলেন ফিজ। এরপর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরলেও সেগুলোতে খুব একটা ছন্দে দেখা যায়নি ফিজকে। তবে এবার চেন্নাইয়ে যোগ দিয়ে শুরু থেকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে।

শুক্রবার (২২ ডিসেম্বর) চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের বক্তব্য প্রকাশ করা হয়। রিল ভিডিওতে ফিজ বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে ফ্যামেলিতে আমাকে সদস্য বানানোর জন্য ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড সিএসকে পরিবারের সদস্য হতে পেরে। দেখা হবে শিগগিরই।’